________বই_______
লিখেছেন লিখেছেন Md Arif ০৮ আগস্ট, ২০১৪, ০৩:৫৩:৫৮ দুপুর
আজ অনেকদিন পর পড়ার টেবিলের সামনে আসলাম। বুকসেল্পে রাখা বইগুলো যেন অপলক তাকিয়ে আছে আমার ললাটে। পড়ার চেষ্টা করছে ললাটের অদৃশ্য লিখাগুলো। আর বলছে,
" ধর আমায়, গেঁটেদেখ
গেঁটেদেখ রন্দ্রে রন্দ্রে হৃদয়তন্ত্রীতে।
দেব তোমায়, দুহাত ভরিয়ে, দুকোষ ফুরিয়ে।
রাতনিশুথীর আঁধার মাড়িয়ে,
ভরিয়ে দেব হৃদয়ের তেষ্টা। "
বিলেত যাওয়ার কথা উঠার পর থেকেই বইগুলোর প্রতি মমতা উৎলে উঠেছে। বইগুলোর প্রতি নাড়িরটান অনুভব করি। যেন যুগ যুগ ধরে চলা বিরামহীন প্রেম।
"কাছে যাই, খুব কাছে।
ধরি, গাঁটি, পড়ি।
গোপনে পড়ি,সম্মুখে পড়ি।
স্বজোরে পড়ি,নিরবে পড়ি।
তখনো পড়ি যখন পৃথিবী
নিরব,নিস্তব্ধএকা।
যেন বইয়ের সনে কখনো
হবেনাকো দেখা।"
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন